তালিবানদের হাতে ইউহান রেডলীর ইসলাম গ্রহন

মুহাম্মাদ আব্দুল আলিম

লন্ডন থেকে প্রকাশিত সানডে টাইমস পত্রিকার সিনিয়র সাংবাদিক ইউহান রেডলী গোয়েন্দাগিরি করার জন্য আফগানিস্তান যান। তালিবানরা তাঁকে গ্রেফতার করেন। ইউহান রেডলী দীর্ঘ ১৩ দিন তালিবানদের হাতে বন্দি কাটান। ইউহান রেডলীকে গ্রেফতারকে কেন্দ্র করে সারা বিশ্বে তোলপাড় হয়। ৩ অক্টোবর তালিবানরা পাকিস্তান মধ্যস্তকারীদের হাতে ইউহান রেডলীকে হস্তান্তর করেন। পরবর্তীকালে ইউহান রেডলী এক সাক্ষাৎকারে বলেন, “সমস্ত মুসলিম বিশ্ব তালিবানদের সমর্থন না করে মারাত্মক ভুল করেছেন। তালিবানদের মতো শাসন-ব্যাবস্থা যদি পৃথিবীর আর দু’চারটি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে পৃথিবীতে অন্যায় নামক জিনিসটি পালিয়ে যেতে বাধ্য হবে। কারণ, তালিবানদের কারাগারে যদি এরকম নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হয়, তাহলে নিশ্চয় তারা হাওয়ারীদের ভূমিকা পালন করেছেন।” ইউহান রেডলী আরও বলেন, “তালিবানদের কারাগারে আমরা যে কজন অ-মুসলিম ছিলাম, সবাই মুসলমান হয়ে গেছি। আমি এখন গর্বিত মুসলিম নারী।” ইউহান রেডলী ইসলাম গ্রহন করার কারণে সানডে টাইমস পত্রিকা থেকে তাঁর চাকুরী চলে যায়। ফলে ‘তালিবান কারাগারে ১৩ দিন’ নামক একটি বিরাট গ্রন্থ রচনা করেন। যে গ্রন্থটি বিশ্ব জুড়ে বহুল প্রচারের সম্মান অর্জন করে।

মুহাম্মাদ আব্দুল আলিম, বীরভূম, পশ্চিম বঙ্গ, ভারত
মোবাইলঃ +৯১ ৮৯২৬১৯৯৪১০
হুয়াট্স  এপ্প্স +৯১৯৬৩৫৪৫৮৩৩১
 Email: md.abdulalim1988@gmail.com

Comments

Popular posts from this blog

তসলিমা নাসরিন এবং মুত্রমনাদের গোমর ফাঁস করে ছেড়ে দিলেন ন্যাংটা সাজু

৯/১১ এর হামলার জন্য কি ওসামা বিন লাদেন দায়ী?