ভারত ভাগের জন্য দায়ী কারা ?

মুহাম্মাদ আব্দুল আলিম

ভাগ্যের এমনই নিষ্ঠুর পরিহাস যে, দেশ বিভাগের জন্য মুসলমান জাতিকেই দায়ি করা হচ্ছে । কিন্তু ব্রিটিশরা নেতারা যখন কংগ্রেসের কাছে জানতে চেয়েছিলেন দেশ বিভাগে তাঁদের সম্মতি আছে কিনা-তাতে কংগ্রেসের মহান নেতারা হাত তুলে জানিয়ে দিয়েছিলেন যে তাঁরা দেশ বিভাকে রাজি আছেন । ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন দেশবিভাগের অন্যতম সমর্থক । ঐ সভায় তিনিও হাত তুলে জানিয়ে দিয়েছিলেন যে দেশ বিভাগে তাঁর সম্মতি আছে । বিশেষভাবে সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, গান্ধীজী, কৃষ্ণ মেনন, রাজেন্দ্রপ্রসাদ, রাজা গোপালাচারী, সুরেন্দ্রনাথ ব্যানার্জী, অরবিন্দ ঘোষ প্রমুখ মহান নেতাদের বিরোধীতা থাকলে দেশ বিভাগ সম্ভব হত না । জিন্নার শত চেষ্টাতেও তা সম্ভব ছিল না ।
যাঁরা আমার কথা বিশ্বাস করতে পারছেন না তাঁরা নিচের ছবিটা দেখে নিতে পারনে কিরকম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হাত তুলে দেশ বিভাগকে সমর্থন করছেন । সেখানে কিন্তু জিন্না ছিলেন না ।
মুহাম্মাদ আব্দুল আলিম, বীরভূম, পশ্চিম বঙ্গ, ভারত
মোবাইলঃ +৯১ ৮৯২৬১৯৯৪১০
Email : md.abdulalim1988@gmail.com

Comments

Popular posts from this blog

তালিবানদের হাতে ইউহান রেডলীর ইসলাম গ্রহন

তসলিমা নাসরিন এবং মুত্রমনাদের গোমর ফাঁস করে ছেড়ে দিলেন ন্যাংটা সাজু

৯/১১ এর হামলার জন্য কি ওসামা বিন লাদেন দায়ী?